Sunday, November 23, 2025
কলকাতা

মমতার ধর্নার সুফল? মিড ডে মিলের জন্য রাজ্যকে ৬৩৮ কোটি টাকা দিল কেন্দ্র

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ২ দিনের ধর্না বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দীর্ঘ ৩০ ঘণ্টা ধর্না দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নার ২ দিন কাটতে না কাটতেই রাজ্যকে টাকা দিল কেন্দ্র। নবান্ন সূত্রে খবর, মিড ডে মিলের (Mid day Meal) জন্য রাজ্যকে ৬৩৮ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র।

রাজ্য সরকারের বরাবরের অভিযোগ, রাজ্যের উন্নয়ন, বকেয়া আটকাতে দিল্লিতে গিয়ে দরবার করেছে বঙ্গ-বিজেপি। তাই আটকানো হচ্ছে রাজ্যের প্রাপ্য টাকা। বঙ্গ বিজেপির অভিযোগ পেয়ে রাজ্যে এসেছে একাধিক কেন্দ্রীয় প্রতিনিধি দল। ঘুরে দেখেছেন একাধিক প্রকল্পের কাজ। স্বাভাবিক ভাবেই স্কুলে স্কুলে গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল দেখেছেন মিড ডে মিলের মানও। তারপরে রাজ্যের বকেয়া ৬৩৮ কোটি টাকা মেটাচ্ছে কেন্দ্র।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।