Wednesday, January 7, 2026
Latestদেশ

বস্তারে জোড়া এনকাউন্টারে খতম অন্তত ১৪ মাওবাদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ছত্তিশগড়ের বস্তার জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে পৃথক দু’টি এনকাউন্টারে অন্তত ১৪ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে সুকমা ও বিজাপুর জেলার জঙ্গল এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর পর্যন্ত মোট ১৪টি দেহ উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, সুকমা জেলার জঙ্গলে মাওবাদী উপস্থিতির গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে বাহিনী। অভিযানের সময় সশস্ত্র মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টারে ১২ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। এক সরকারি আধিকারিক জানান, এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে এবং পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

অন্যদিকে, বিজাপুর জেলার দক্ষিণাংশের জঙ্গলেও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং মাওবাদীদের মধ্যে আরেকটি এনকাউন্টার হয়। বস্তার ডিভিশন সূত্রে জানা যায়, মাওবাদীদের অবস্থানের খবর পেয়ে ভোর প্রায় ৫টা নাগাদ ডিআরজি অভিযান শুরু করে। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে ২ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে।

এই বিষয়ে ইনস্পেক্টর জেনারেল সুন্দররাজ পি জানান, “এনকাউন্টার শেষ হলে সম্পূর্ণ তথ্য জানানো হবে। এখন পর্যন্ত নিরাপত্তাবাহিনীর কোনও সদস্য আহত হওয়ার খবর নেই।”

উল্লেখ্য, বস্তার অঞ্চলে মাওবাদী দমন অভিযানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তাবাহিনী সক্রিয়তা বাড়িয়েছে। এই অভিযানের মাধ্যমে এলাকায় মাওবাদী কার্যকলাপে বড় ধাক্কা লাগল বলে মনে করছে প্রশাসন। দ্য হিন্দু