গেদে সীমান্ত দিয়ে ১৪ জন অবৈধবাসীকে বাংলাদেশে পুশব্যাক করলো BSF
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নদিয়ার গেদে সীমান্ত দিয়ে আরও ১৪ জন অবৈধবাসীকে বাংলাদেশে পুশব্যাক করলো ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার বিকালে গেদে সীমান্তের একটি পয়েন্ট দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বাংলাদেশে পুশব্যাক হওয়া ১৪ জনের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ ও দুটি শিশু রয়েছে।
পুশব্যাক করা ১৪ জন হলেন: গুলশান বিবি (৯০), শেখ জব্বার (৭০), আলকুম বিবি (৬৫), শেখ উকিল (৪০), সাবেরা বিবি (৩৫), শাকিলা খাতুন (১১), শেখ হাকিম (৪৫), সামসেরি বিবি (৪০), শেখ রাজা (৩০), মেহেরুন বিবি (২৫), নাসরিন পারভিন (১২), শেখ তৌহিদ (১১), শেখ রহিদ (০২) ও শেখ বান্টি (২৮)।
বাংলাদেশের দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘এসব ব্যক্তিরা এখন বর্ডার গার্ড বাংলাদেশের হেফাজতে আছেন। তাদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে। তাদের ফেরত পাঠানোর চেষ্টা করা হবে। না হলে তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের দায়ে মামলা হবে এবং এরপর কোর্টে পাঠিয়ে দেওয়া হবে।’
পুলিশ ও বিজিবি সূত্র বলছে, ‘পুশব্যাক হওয়া ব্যক্তিরা অবাঙালি মুসলিম এবং তারা নিজেদের ভারতের ওড়িশা রাজ্যের বসবাস করতেন বলে পরিচয় দিয়েছেন।’
এই অবৈধ অনুপ্রবেশকারীরা দীর্ঘদিন ধরে ওড়িশায় বসবাস করছিলেন। তাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ।
পুশব্যাক হওয়া ব্যক্তিদের একজন বলেন, আমরা জন্মসূত্রে ভারতের ওড়িশা প্রদেশের জগশ্বরপুরের বাসিন্দা। কিন্তু আমার বাবা ছোট বেলায় আমার দাদার সাথে ভারতে চলে আসে। এরপর তিনি ভারতেই বড় হয়েছেন। আমাদের জন্মস্থান ভারতেই, আমরা ভারতীয় নাগরিক, আমাদের আধার কার্ড, রেশন কার্ড আছে। কিন্তু ভারতীয় পুলিশ জোরপূর্বক সেগুলো কেড়ে নিয়েছে।
তথ্যসূত্র: দৈনিক আমাদের সময়


