Thursday, December 18, 2025
দেশ

কড়া অ্যাকশন মুডে হিমন্ত সরকার, ২ মাসে ১২ এনকাউন্টার অসমে

গুয়াহাটি: অপরাধীদের এনকাউন্টার করতে দেশের মধ্যে এগিয়ে রয়েছে যোগী রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার যোগী রাজ্যের ‘এনকাউন্টার মডেল’ অনুকরণ করে এগিয়ে চলছে অসম। কয়েক মাস আগেই অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। পশ্চিমবঙ্গের প্রতিবেশী এই রাজ্যটিতে গত ২মাসে ১২টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে।

হিমন্ত বিশ্বশর্মার মতে, পুলিশি হেপাজত থেকে যদি অপরাধী পালিয়ে যেতে চায়, তাহলে তাকে গুলি করার একটা প্যাটার্ন থাকা উচিত। অপরাধী যদি পুলিশের অস্ত্র কেড়ে পালিয়ে যেতে চায়, তাহলে সরাসরি গুলি চালানো উচিত বলে জানান বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী।

রাজ্যে অপরাধ দমনে সম্প্রতি রাজ্যের সমস্ত থানার ওসিদের সঙ্গে বৈঠক করেন হিমন্ত। বৈঠকে তিনি বলেন, অপরাধী খুনি, ধর্ষক, যাই হোক না কেন পুলিশ কাস্টডি থেকে পালাতে কিংবা অস্ত্র ছিনিয়ে নিতে চাইলে তাঁকে বুকে নয় পায়ে গুলি করার অনুমতি দেয় আইন। কিন্তু সংবাদমাধ্যমের তরফে আমার কাছে প্রশ্ন করা হয় রাজ্য কি এনকাউন্টার প্যাটার্নে কাটতে চলেছে? জবাবে আমি সাফ বলেছি পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে কিংবা পুলিশের অস্ত্র নিয়ে আক্রমণ করলে এনকাউন্টারই প্যাটার্ন হওয়া উচিৎ৷

হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, এনকাউন্টারের মধ্যে কোনও বিশেষ কৃতিত্ব নেই। এটা কোনও সমাধানও নয়। কোনও উপায় না থাকলে তখনই এনকাউন্টার করতে হয়। আমাদের সকলের মনে রাখা উচিৎ এনকাউন্টার দেশ ও জনগণের সুরক্ষার স্বার্থেই কেবলমাত্র হতে পারে। ব্যক্তিগত স্বার্থে কখনই নয়। গণতন্ত্রে আইন হাতে তুলে নেওয়া যায় না। কোন উপায় না থাকলে তবেই এনকাউন্টারের কথা ভাবা উচিৎ। তার আগে নয়।

উল্লেখ্য, অসমে গত দুই মাসে মোট ১২টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অসম রাজ্যে কঠোরভাবে সন্ত্রাস-অপরাধ দমনের পথে হাটতে চলেছে। হিমন্ত সরকার সেটি কার্যকর করতে গিয়ে এনকাউন্টার নীতির উপর অনেকটাই ভরসা করতে চাইছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।