Thursday, January 29, 2026
কলকাতা

‘তৃণমূল দলটাও কি এবার উঠে যাবে?’, জবাবে কি বললেন পার্থ চট্টোপাধ্যায়?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তিনবারের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে সোমবার সাগরদিঘিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আজ, বৃহস্পতিবার ছিল ভোট গণনা। ১৪ রাউন্ড ভোট গণনা শেষে ২২,৩১৭ ভোটে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। কার্যত ধুয়ে মুছে সাফ রাজ্যের শাসকদল তৃণমূল।

এদিন এ প্রসঙ্গে আদালত থেকে বেরনোর সময় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করেন সাংবাদিকরা। প্রশ্ন করা হয়, ‘আপনি তো গেলেন, তৃণমূল দলটাও এবার যাবে?’ জবাবে রাজ্যের পার্থ চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূল দল থাকার থাকবে, আরও বাড়বে।”

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কান্ডে এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।