‘কুন্তলকে চিনি না, আর আমার কোনও ধারণা নেই কিভাবে নিয়োগ দুর্নীতি হয়’, অবশেষে মুখ খুললেন রহস্যময়ী হৈমন্তী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একের পর এক নাম সামনে উঠে আসছে। কুন্তলকে জেরায় রহস্যময়ী হৈমন্তীর নাম সামনে এসেছে। যা নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। এবার অবশেষে মুখ খুললেন হৈমন্তী।
হৈমন্তী বলেন, “আমি কোনও ভাবেই এই দুর্নীতি সঙ্গে জড়িত নই। জানি না, কিভাবে দুর্নীতি হয়। কোনও ধারণাই নেই আমার। আমাকে শুধু শুধু হেনস্তা করা হচ্ছে।”
বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করেন হৈমন্তী। প্রথমে মেসেঞ্জারে, পরে হোয়াটসঅ্যাপে তারও পরে ফোনে কথা বলেন তিনি। হৈমন্তী দাবি করেছেন, ‘’কেউ একটা আমার নাম বলে দিল। আর সেটা যাচাই করা হল না? কুন্তলকে আমি চিনিই না।’’
গোপাল দলপতিকে তো চেনেন কিনা সেই প্রশ্নের জবাবে হৈমন্তী বলেন, ‘‘চিনি মানে? ২০১২ সালে আমাদের বিয়ে হয়। এখন বিচ্ছেদের প্রক্রিয়া চলছে।’’
উল্লেখ্য, হৈমন্তীকে খুঁজছে সিবিআই। সিবিআই অফিসারদের ধারণা, দেশ ছাড়তে পারেন হৈমন্তী। তাই তার ছবি–সহ প্রামাণ্য নথি বিভিন্ন বিমানবন্দরে পাঠিয়ে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। যার অর্থ, তাকে দেখামাত্রই আটক করা হবে।

