Thursday, January 29, 2026
দেশ

আরও ধনী হচ্ছে ভারত, ওড়িশার ৩ জেলায় বিপুল পরিমাণ সোনার ভাণ্ডারের খোঁজ মিললো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কয়েকদিন আগেই জম্মু-কাশ্মীরে পাওয়া গিয়েছে বিপুল পরিমাণ লিথিয়ামের। এবার ওড়িশায় পাওয়া গেল সোনার খনির সন্ধান। জানা গেছে, ওড়িশার ৩টি জেলায় মজুদ রয়েছে এই সোনা।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) জানিয়েছে, ওড়িশার দেওগড়, কেওনঝার ও ময়ুরভঞ্জ জেলায় পাওয়া গেছে এই সোনার খনি।

ময়ূরভঞ্জের চারটি স্থানে, দেবগড়ের একটি স্থানে ও কেওনঝারের চারটি স্থানে এই সোনার খনি পাওয়া গেছে। ময়ূরভঞ্জ জেলার সুরিয়াগুদা, রুয়ানসিলা, ধুশুরা পাহাড়ি ও জোশিপুরা এলাকায় খোঁজ মিলেছে। আদাস, কেওনঝাড়, দিমিরিমুন্ডা, কুশকলা, গোটিপুর ও গোপুরে সোনার খনির সন্ধান পাওয়া গেছে।