Tuesday, November 18, 2025
দেশ

রাম মন্দির নির্মাণে অনুদানের পাশাপাশি বিশেষ আবেদন অক্ষয়ের

মুম্বাই: গত ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে রাম মন্দির নির্মাণের জন্যে অর্থ সংগ্রহের কাজ। এই অভিযান চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। রবিবার রাম মন্দির নির্মাণের জন্য অনুদান দিয়েছেন অক্ষয় কুমার। অনুদান দেওয়ার পাশাপাশি ভক্তদের কাছে অযোধ্যার রাম মন্দির গড়তে অনুদান দেওয়ার আর্জি জানিয়েছেন অক্ষয় কুমার। 

রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করে রাম মন্দির নির্মাণে অনুদান দেওয়ার আর্জি জানান  অভিনেতা অক্ষয় কুমার। এদিন ১ মিনিক ৫০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে হিন্দু মহাকাব্য রামায়ণের একটি কাহিনি তুলে ধরেন বলিউড খিলাড়ি।

ভিডিওর ক্যাপশনে অক্ষয় কুমার লেখেন, এটা অত্যন্ত খুশির খবর যে অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দির তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এবার আমাদের সময় এসেছে সাধ্যমতো অনুদান দেওয়ার। আমি দিয়েছি, আশা করছি আপনারাও অনুদান দেবেন… জয় শ্রী রাম।

ভিডিওর শুরুতেই অক্ষয় কুমার জানান, গতকাল রাতে তাঁর মেয়ে নিতারাকে তিনি রামায়ণের একটি কাহিনি শোনাচ্ছিলেন। সেই গল্পে এক খুদে কাঠবেড়ালি রাম সেতু গড়তে ভূমিকা রাখতে চান, যাতে ভগবান শ্রীরাম দ্রুত সীতা মাকে উদ্ধার করতে লঙ্কা পৌঁছাতে পারেন। অক্ষয় বলেন, এই কাহিনি সকলের অনুপ্রেরণা হওয়া উচিত, এবং রাম মন্দির নির্মাণে নিজেদের যথাসাধ্য অনুদান দেওয়া উচিত।

জোর গলায় অক্ষয় আরও বলেন, আজ আমাদের সময় কিছু করে দেখানোর। ভগবান রামের সুবিশাল মন্দির তৈরি হচ্ছে। আমাদের মধ্যেই কিছুজনকে বানর হতে হবে, কাউকে কাঠবেড়ালি হতে হবে…আর এই ঐতিহাসিক উদ্যোগকে সফল করে তুলতে হবে। আমি আমার তরফে যথাসাধ্য সাহায্য করছি, আপনারাও করুন যাতে ভবিষ্যত প্রজন্মকে আমরা অনুপ্রাণিত করতে পারি প্রভু শ্রীরামের দেখানো পথে চলতে।

তবে অক্ষয় কুমার কত টাকা অনুদান দিয়েছেন সে সম্পর্কে জানা যায়নি। তবে শুধু রাম মন্দির নির্মাণেই নয়, কোথাও বন্যা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয়। করোনা যোদ্ধাদের জন্য চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে প্রধানমন্ত্রীর করোনা তহবিলেও দফায় দফায় অর্থ অনুদান দিয়েছেন বলিউড খিলাড়ি।

উল্লেখ্য, রাম মন্দির নির্মাণে সর্বপ্রথম অর্থ অনুদান দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি পাঁচ লাখ একশো টাকা অনুদান দেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেন এক লাখ টাকা।