রাজ্যকে কম টিকা দিয়েছে কেন্দ্র, বিনামূল্যে টিকা দিতে কিনতেও রাজি আমরা: মমতা
কলকাতা: বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের মতো এবার করোনার টিকা নিয়েও রাজ্য বনাম কেন্দ্রীয় সরকারের মধ্যে তরজা অব্যাহত। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পর্যাপ্ত সংখ্যক করোনার টিকা পাঠায়নি কেন্দ্র। মোদী সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তোলেন তৃণমূল নেত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, প্রয়োজনে প্রস্তুতকারী সংস্থাগুলির থেকেও টিকা কিনতেও পারে তাঁর রাজ্য।
শনিবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকা কেন্দ্রের আশাকর্মী, স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের উদ্দেশে ভাষণ দেন মমতা। রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে কম টিকা পাঠানোর অভিযোগ করেন তিনি। কিভাবে আরও বেশি টিকা কেনা যায়, তা নিয়ে স্বাস্থ্য কর্তাদের আলোচনা করেন তিনি।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রয়োজনের থেকে কম টিকা পাঠিয়েছে কেন্দ্র। সেজন্য নরেন্দ্র মোদী সরকারকে আরও টিকা পাঠানোর আর্জি জানান তিনি। পাশাপাশি, রাজ্যবাসীর প্রয়োজনে টিকা কিনতেও প্রস্তুত রাজ্য সরকার বলে জানান তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ জানুয়ারি) পুণের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) থেকে পণ্যবাহী বিমানে করে কলকাতায় কোভিশিল্ড টিকা এসেছে। মোট ৮৩টি বাক্সে মোট ৬৮৯,০০০ ডোজ (৬৮,৯০০টি ভায়াল) করোনার টিকা এসেছে।
এদিনও মুখ্যমন্ত্রী বিনামূল্যে রাজ্যবাসীকে করোনার টিকা দেওয়ার ঘোষণা করেন। তিনি বলেন, শধু করোনা যোদ্ধাদের জন্যে নয়, রাজ্যের সব মানুষকেই বিনামূল্যে টিকা প্রদান করা হবে। সেজন্য প্রয়োজন পড়লে প্রস্তুতকারী সংস্থাগুলির থেকেও সরাসরি টিকা কিনতেও রাজি রাজ্য সরকার। প্রয়োজনে রাজ্য সেই টিকার খরচও বহন করবে রাজ্য সরকার।


