Sunday, February 9, 2025
খেলা

পাক অধিকৃত কাশ্মীর প্রিমিয়ার লিগকে কিছুতেই স্বীকৃতি নয়, ICC’কে সাফ জানালো BCCI

মুম্বাই: আগামী ৬ থেকে ১৭ আগস্ট পাক অধিকৃত কাশ্মীরে টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট দল। ওই টুর্নামেন্টে দেশ-বিদেশের নামিদামি ক্রিকেটারদের খেলার কথা ছিল কিন্তু টুর্নামেন্টের সূচি ঘোষণা হতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সাফ বলা হয়েছে, কেপিএল’এ অংশগ্রহণ করলে সেই সমস্ত ক্রিকেটাররা বাণিজ্যিকভাবে ভারতের সকল প্রকার ক্রিকেট থেকে বঞ্চিত হবেন। এই পরেই নামিদামি অনেক ক্রিকেটার কাশ্মীর প্রিমিয়ার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান বিবাদ দীর্ঘদিনের। কাশ্মীরের এই অংশটিকে বেআইনিভাবে নিজেদের দখলে রেখেছে পাকিস্তান। যা নিয়ে বরাবরই সোচ্চার ভারত। অথচ অধিকৃত কাশ্মীরে নির্বাচন আয়োজনের পর এবার সেখানে ক্রিকেট লিগেরও আয়োজন করতে চলেছে পাকিস্তান। বিষয়টিকে মোটেও ভালোভাবে দেখছে না বিসিসিআই। তাদের তরফে সাফ বলা হয়েছে, জাতীয় স্বার্থে কোনোভাবেই আপোষ করা হবে না।

আইসিসি’কে চিঠিতে সাফ বলা হয়েছে, কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। তাই কাশ্মীরে আয়োজিত এই ক্রিকেট লিগকে যেন কোনওভাবেই স্বীকৃতি দেওয়া না হয়।