নির্বাচন কমিশনার নিয়োগ করবে প্রধানমন্ত্রী-বিরোধী দলনেতা-প্রধান বিচারপতির প্যানেল, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এক সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলের নেতা বা বৃহত্তম বিরোধী দলের নেতা এবং ভারতের প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটির পরামর্শেই নির্বাচন কমিশনারদের নিয়োগ করা হবে। একই ভাবে প্রধান নির্বাচন কমিশনারও নিযুক্ত হবে।
বিচারপতি কে এম জোসেফ বলেন, ‘সংসদ কর্তৃক এই বিষয়ে আলাদা কোনও আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত এই প্রথাই কার্যকর থাকবে।’
এদিন বিচারপতি কে এম জোসেফ, অজয়রাস্তোগী, অনিরুদ্ধ বোস, হৃষিকেশ রায় এবং সিটি রবিকুমারের সমন্বয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছে।

