উমেশ পাল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ওসমানকে এনকাউন্টারে খতম করলো যোগীর পুলিশ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: যোগীরাজ্যে ফের এনকাউন্টারে খতম করা হলো অপরাধীকে। প্রয়াগরাজে পুলিশের গুলিতে নিহত শ্যুটার বিজয় কুমার ওরফে ওসমান চৌধুরী। বিএসপি বিধায়কের রাজু পালের খুনের প্রধান সাক্ষী উমেশ পালকে খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন ওসমান। গত ২৪ ফেব্রুয়ারি উমেশ পালকে গুলি করে খুন করা হয়েছিল।
সোমবার ভোরে ওসমানকে ধরতে কাউন্দিয়ারায় অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের উপস্তিতি বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ওসমান। পুলিশ পাল্টা জবাব দিলে গুলিতে মৃত্যু হয় তার।
উল্লেখ্য, ২০০৫ সালে উত্তরপ্রদেশে বিএসপি বিধায়ক রাজু পাল খুন হন। প্রাক্তন সাংসদ আতিক আহমেদের বিরুদ্ধে তাকে খুনের অভিযোগ উঠেছিল। সেই মামলার প্রধান সাক্ষী ছিলেন উমেশ পাল। উমেশের উপর বারবার হামলা চালানো হয়। এই পরিস্থিতিতে উমেশের নিরাপত্তায় দু’জন দেহরক্ষী নিয়োগ করে প্রশাসন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ৭টি গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় উমেশকে। এই খুনের ঘটনায় নাম জড়ায় আরবাজ ও উসমানের। আরবাজকে কয়েকদিন আগেই এনকাউন্টারে খতম করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। এবার উসমানকেও নিকেশ করলো যোগী রাজ্যের পুলিশ।

