‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ে হিন্দুদের রক্ষাকারী গোপাল পাঁঠার উইকিপিডিয়া পেজ সরিয়ে দিল পাক নাগরিক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১৯৪৬ সালের ‘গ্রেট ক্যালকাটা কিলিং’ রুখে দিয়েছিলেন গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠা (Gopal Patha)। তার নামে থাকা উইকিপিডিয়া পেজ ডিলিট করে দিয়েছিল পাকিস্তানি এডিটর। অনির্ভরযোগ্য সোর্স এবং ভুল তথ্য আছে কারণ দেখিয়ে পেজটিকে রিমুভ করে দেওয়া হয়। এরপরে অনেকেই বিষয়টি সম্পর্কে টুইটারে উইকিপিডিয়াকে অবহিত করে। বর্তমানে গোপাল পাঁঠার নামে উইকিপিডিয়া পেজটি ফিরে এসেছে।
এই সম্পর্কে বিস্তারিত দেখুন- Janpeace Live এর ভিডিওতে
২৮ ফেব্রুয়ারি বিষয়টি প্রকাশ্যে আসে যখন লেখিকা মনিদিপা বোস টুইটারে এই বিষয়ে পোস্ট করেন। তিনি লেখেন, “হ্যালো উইকিপিডিয়া, আপনি কেন গোপাল চন্দ্র মুখার্জি/গোপাল পাঁঠার পাতাটি সরিয়ে দিয়েছেন?”
৯ ফেব্রুয়ারি পাকিস্তানের বাসিন্দা ‘সম্পাদককামরান’ পেজটিকে সরিয়ে দেন। তিনি দাবি করেন, “আপাতদৃষ্টিতে ডাইরেক্ট অ্যাকশন ডে-তে মুসলমানদের আক্রমণের জন্য পরিচিত, ডাইরেক্ট অ্যাকশন দিবসের নিবন্ধে এই ব্যক্তির কোনও উল্লেখ নেই।”
তথ্যসূত্র: OP India, Janpeace Live

