Tuesday, November 11, 2025
Latestদেশ

‘ডেমোগ্রাফি নষ্ট হচ্ছে, অনুপ্রবেশকারীদের বের করেই ছাড়ব’, জাতীয় একতা দিবসে হুঙ্কার মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেলের ১৫০তম জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ দেশ জুড়ে পালিত হলো ‘জাতীয় একতা দিবস’। এই উপলক্ষে  ‘স্ট্যাচু অফ ইউনিটি’-তে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই বিশেষ দিনে জাতীয় ঐক্য, অখণ্ডতা ও নিরাপত্তার বার্তা দিতে সেখানে আয়োজিত হয় এক বিশাল প্যারেড। অনুষ্ঠানে অংশগ্রহণ করে BSF, CRPF, CISF, ITBP, SSB সহ বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী। রাষ্ট্রীয় পতাকা উত্তোলনের পর মোদী দেশের ঐক্যের প্রতীক সর্দার পটেলকে স্মরণ করে বলেন, “দেশের ঐক্যই আমাদের শক্তি, আমাদের পরিচয়।”

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের নিরাপত্তা ও অনুপ্রবেশ সমস্যা নিয়ে কড়া মন্তব্য করেন। তিনি বলেন, “আজ দেশের একতা প্রশ্নের মুখে। অনুপ্রবেশকারীদের নিয়েও সমানে চিন্তায় দেশ। বহু দিন ধরে তারা দেশের নাগরিকদের ডেমোগ্রাফি নষ্ট করেছে, দেশের ঐক্যেও প্রশ্নের মুখে ফেলেছে। তবুও কিছু রাজনৈতিক দল ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের সুরক্ষাকেও প্রশ্নের মুখে ফেলেছে।”

মোদির দাবি, বর্তমান সরকার অনুপ্রবেশের ইস্যুতে ‘দৃঢ় পদক্ষেপ’ নিচ্ছে। তাঁর কথায়, “কোথাও কোথাও অনুপ্রবেশকারীদের বাঁচাতে রাজনৈতিক লড়াই লড়া হচ্ছে। তাদের মনে হচ্ছে, দেশ একবার ভেঙেছে, আবারও ভাঙবে। কিন্তু দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে প্রত্যেক নাগরিকের সুরক্ষাও বিপন্ন হবে। আমরা আজ শপথ নিচ্ছি—ভারতে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে বের করেই ছাড়ব।”

প্রধানমন্ত্রীর এই বক্তব্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত কর্মীরা ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠেন। মোদী এদিন সর্দার পটেলের অবদান স্মরণ করে বলেন, “তিনি শুধু স্বাধীন ভারতের স্থপতি নন, দেশের ঐক্য ও প্রশাসনিক কাঠামোরও রূপকার। তাঁর আদর্শই আজকের ভারতের ভিত্তি।”

অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল এবং নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্যারেডের পাশাপাশি আয়োজিত হয় ‘রান ফর ইউনিটি’, যেখানে শতাধিক ছাত্রছাত্রী, NCC ক্যাডেট এবং স্বেচ্ছাসেবক অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, “জাতীয় ঐক্য শুধু একটি শব্দ নয়—এটি আমাদের দায়িত্ব। পটেলের স্বপ্নের ভারত গড়ে তুলতে হলে জাতি, ধর্ম ও ভাষার বিভাজন পেরিয়ে একতার পথে এগোতে হবে।”