Thursday, December 18, 2025
Latestদেশ

VB–G RAM G Bill: মনরেগা নাম পরিবর্তন করে ‘জি রাম জি’ করার প্রস্তাব বিলে, লোকসভায় রাত দেড়টা পর্যন্ত বিতর্ক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শীতকালীন অধিবেশনে নজিরবিহীন উত্তেজনার সাক্ষী থাকল সংসদ। কেন্দ্রের প্রস্তাবিত জি রাম জি বিল ঘিরে বুধবার মধ্যরাত পেরিয়ে বিতর্ক চলে। শাসক ও বিরোধী মিলিয়ে ৯৮ জন সাংসদ বিলটি নিয়ে বক্তব্য রাখেন। শেষমেশ রাত ১টা ৩৫ মিনিটে অধিবেশন মূলতুবি ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা।

বুধবার নির্ধারিত সময়ে জি রাম জি বিল নিয়ে আলোচনা শুরু হয়। সময় গড়িয়ে গেলেও বিতর্ক থামেনি। বৃহস্পতিবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিরোধীদের সব প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে।

এই বিলে মনরেগা (MGNREGA) বা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা নাম বদলে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা সংক্ষেপে জি রাম জি (VB-G RAM-G) করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি ১০০ দিনের কাজের সীমা ১২৫ দিনে বাড়ানোর কথা বলা হয়েছে।

তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে প্রকল্পের কাঠামোগত পরিবর্তন ঘিরে। প্রস্তাবিত বিলে কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করার কথা বলা হয়েছে। এর ফলে রাজ্যগুলির উপর আর্থিক চাপ বাড়বে বলে দাবি বিরোধীদের। পাশাপাশি আগে রাজ্যের চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হলেও, নতুন ব্যবস্থায় কোন রাজ্যে কত টাকা যাবে, তা কেন্দ্রই ঠিক করবে। ফলে শ্রমিকদের কাজের নিশ্চয়তা প্রশ্নের মুখে পড়ছে বলে অভিযোগ।

বিরোধীদের স্পষ্ট দাবি, বিলের নাম থেকে মহাত্মা গান্ধীর নাম সরানো যাবে না। তাঁদের বক্তব্য, এই বিল সিলেক্ট কমিটিতে পাঠানো উচিত। তবে সরকার পক্ষ ভোটাভুটির পথেই এগোতে অনড়।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, “রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির নামে প্রকল্প নেই, তাহলে জাতির জনকের নামেই কেন সব প্রকল্প হবে? কংগ্রেস চিন্তিত, কারণ গান্ধীজির নাম ব্যবহার করে রাজনীতি আর চালাতে পারবে না।”

সব মিলিয়ে, মনরেগার নাম পরিবর্তন থেকে শুরু করে বরাদ্দ ও কাজের নিশ্চয়তা জি রাম জি বিল ঘিরে মোদী সরকার শীতকালীন অধিবেশনে সবচেয়ে বড় প্রতিরোধের মুখে পড়ল বলেই মনে করছেন সংসদীয় মহল।