Wednesday, December 17, 2025
দেশ

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের বিলবোর্ডে অযোধ্যার রাম মন্দির

নিউইয়র্ক: রাম মন্দির ভূমিপুজোর দিন দীপাবলী উৎসব পালিত হল অযোধ্যায়। বুধবার সন্ধ্যায় আলোয় সেজে ওঠে গোটা অযোধ্যা নগরী। আলো জ্বেলে এবং বাজি ফাঁটিয়ে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনটি উদযাপন করল তাঁরা। মঙ্গলবারও উৎসবেে মেতেছিলেন অযোধ্যাবাসী।

রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় খুশির ঢেউ লেগেছে দেশ পেরিয়ে বিদেশেও। অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো শেষ হওয়ার পর নিউইয়র্কের টাইমস স্কোয়ারের বিরাট ডিজিটাল বিলবোর্ডে ভগবান শ্রী রামচন্দ্র, রাম মন্দিরের থ্রিডি ছবি এবং ভারতের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়। থ্রিডি স্ক্রিনটি প্রায় ১৭০০০ হাজার বর্গফুটের।


উল্লেখ্য, আজই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গেই শুরু হয়ে গেল অযোধ্যায় বহু প্রতিক্ষীত রাম মন্দিরের নির্মাণ কাজ।

১৬১ ফুট উচু হবে প্রস্তাবিত রাম মন্দির। পাঁচটি গম্বুজ থাকবে মন্দিরে। এদিন রামলালায় সাষ্টাঙ্গে প্রণাম করেন মোদী। বেলা সাড়ে ১২টায় রাম মন্দিরের ভূমিপুজো শুরু করেন। তার আগে রাম জন্মভূমি চত্বরে পারিজাত বৃক্ষ রোপণ করেন নমো।

জানা গিয়েছে, তিন বছরের মধ্যে অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হবে। এদিন ভূমিপুজোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের চেয়ারম্যান নিত্যগোপাল দাস, আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল।