উত্তরপ্রদেশে ‘অপারেশন ল্যাংড়া’ অভিযানে ১০ দিনে খতম ১০ কুখ্যাত দুষ্কৃতী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশে আবারও শুরু হয়েছে পুলিশের কুখ্যাত অপরাধী দমন অভিযান। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গত দশ দিনে রাজ্যজুড়ে ২০টি ‘এনকাউন্টার’-এর ঘটনা ঘটেছে। পুলিশের তথ্যে জানা গিয়েছে, এই সংঘর্ষে ইতিমধ্যেই ১০ জন কুখ্যাত দুষ্কৃতী নিহত হয়েছে। নিহতদের মধ্যে কারও মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা, কারও ১ লক্ষ।
রাজ্য পুলিশ সূত্রে খবর, এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ল্যাংড়া’। গত ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের ২০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। অপরাধী দমন ও রাজ্যে অপরাধ দৌরাত্ম্য রুখতেই এই বিশেষ অভিযান শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
৩ দিন আগে কৌশাম্বী জেলায় এক নববিবাহিতাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ওঠে। অভিযোগের ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় পালানোর চেষ্টা করলে তার পায়ে গুলি করা হয়, বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে, ৯ অক্টোবর রবার্টসগঞ্জ জেলার কোতওয়ালি থানা এবং মহিলা পুলিশের যৌথ অভিযানে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। পুলিশের গুলিতে তারা আহত হয়। ৮ অক্টোবর বরেলীর কাসগঞ্জ এলাকায় সংঘর্ষে নিহত হয় আরও এক দুষ্কৃতী। পুলিশের ধারাবাহিক অভিযানে আতঙ্কিত হয়ে বিভিন্ন থানায় আত্মসমর্পণ করেছে বেশ কয়েকজন অপরাধী।
সরকারি পরিসংখ্যান বলছে, গত ৮ বছরে মোট ১৪,৯৭৩টি এনকাউন্টার হয়েছে উত্তরপ্রদেশে। এসব সংঘর্ষে ২৩৯ জন দুষ্কৃতী নিহত হয়েছে এবং হাজারেরও বেশি অপরাধী আত্মসমর্পণ করেছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বহুবারই ঘোষণা করেছেন, অপরাধ ও দুর্নীতির ক্ষেত্রে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলবে। পুলিশ প্রশাসনের মতে, “অপারেশন ল্যাংড়া” সেই নীতিরই বাস্তব রূপ, যার লক্ষ্য রাজ্যজুড়ে দুষ্কৃতী দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও মজবুত করা।