Tuesday, October 14, 2025
Latestআন্তর্জাতিক

ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মান পাচ্ছেন ট্রাম্প

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জেরুজালেমে ইসরায়েলের পার্লামেন্ট ‘কনেসেটে’ ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সোমবারের এই সফর ঘিরে তেল আভিভ ও জেরুজালেমে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

ইসরায়েলি সরকার সূত্রে জানা গেছে, ট্রাম্প তাঁর সফরকালে হামাসের ডেরা থেকে মুক্তি পাওয়া ইসরায়েলিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এরপর তিনি মিশরের শারম আল-শায়েখে যাবেন, যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গাজা শান্তি সম্মেলন’। ওই বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারসহ অন্তত ২০ জন বিশ্বনেতা যোগ দেবেন বলে জানা গেছে। উপস্থিত থাকবেন ভারতের প্রতিনিধিও।

ইসরায়েলে অবতরণের আগে বিমানে সফরসঙ্গী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমি গাজা সফরে যেতে চাই। অন্তত আমার পা রাখতে চাই সেখানে।”

এদিকে ইসরায়েলের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ইসরায়েলি প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার’ দেওয়া হবে ডোনাল্ড ট্রাম্পকে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পক্ষে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হচ্ছে।