Tuesday, October 14, 2025
রাজ্য​

অযোধ্যায় শেষ পর্যন্ত মসজিদই থাকবে: সিদ্দিকুল্লা চৌধুরী

কলকাতা: গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন। গোটা দেশেই রাম মন্দির তৈরি শুরু হওয়ার সেই রেশ ছড়িয়ে পড়েছে। জয় শ্রী রাম ধ্বনি দিয়ে বিজয়োৎসব পালন করছেন বহু মানুষ। ৫০০ বছরেরে প্রতীক্ষার অবসান হয়েছে। তবে রাম মন্দিরের বিরোধিতা করেছেন কিছু মানুষ।

পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেছেন, ৫ আগস্ট অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুল কাজ করেছেন। প্রধানমন্ত্রীকে আরএসএস প্রতিনিধি বলেও কটাক্ষ করেন তিনি।

জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সিদ্দিকুল্লা বলেন, মন্দির প্রতিষ্ঠিত হয়েছে ঠিকই, তবে বিশ্ব জানে ওখানে মসজিদই ছিল। কেয়ামত পর্যন্ত মসজিদই থাকবে। কেউ জানে না, চাকা কোনদিকে ঘুরবে। অনেক সময় চাকা উল্টো দিকেও ঘোরে।

ভূমিপুজোর দিনটিকে ‘ব্যথার দিন’, ‘বেদনার দিন’ বলে আখ্যায়িত করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লা চৌধুরী ফেসবুক লাইভে বলেন, আমাদের কাছে দিনটি ধৈর্য্যের দিন। মনোবল বাড়িয়ে নেওয়ার দিন।