Thursday, December 18, 2025
দেশ

ঐতিহাসিক, রাম মন্দির ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার এক নতুন যুগের সূচনা: অমিত শাহ

গুরুগ্রাম: বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫০০ বছরের আইনি লড়াইয়ের পর শুরু হল রাম মন্দির নির্মাণের কাজ। নমোর হাতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনকে এক নতুন যুগের সূচনা বলে অভিহিত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

করোনা আক্রান্ত থাকায় সশরীরে অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানে যেতে পারেননি তিনি। বর্তমানে গুরুগ্রামে হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন অমিত শাহ৷ হাসপাতালেই টিভিতে লাইভ দেখেছেন অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো৷

টুইটে অমিত শাহ লিখেছেন, আজ ভারতের জন্য এক ঐতিহাসিক দিন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পুজো করলেন এবং মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন৷ ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার এক নতুন যুগের সূচনা হল৷ মোদীর যোগ্য নেতৃত্বের জন্যই রাম মন্দির নির্মাণ সম্ভব হচ্ছে৷

অমিত শাহ টুইটে বলেন, ভারতের সভ্যতা ও মূল্যবোধকে সব সময় রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ মোদী সরকার৷ অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হল, তামাম বিশ্বের হিন্দুদের বিশ্বাসের প্রতীক এটি৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের আত্মার সঙ্গে জড়িত ভগবান রামের চিন্তা ও দর্শন৷ রাম মন্দির তৈরির সঙ্গে ওই পবিত্র ভূমি ফের জেগে উঠবে বিশ্বে৷ রাম মন্দির হল, রাম ভক্তদের কয়েক শতকের বলিদান এবং পরিশ্রমের ফল৷