Friday, December 19, 2025
রাজ্য​

‘মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়’, তৃণমূলমুখীদের কটাক্ষ তথাগতর

কলকাতা: একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল। তবে ভোটে বিজেপির হারের পরে ফের তৃণমূলে ফিরছেন সেই সমস্ত নেতা-কর্মীরা। মুকুল রায় এবং তার ছেলে শুভ্রাংশু রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়দের তৃণমূলে ফেরার জল্পনার আবহেই তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)।

প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্য উল্লেখ করে টুইট করেছেন তথাগত রায়। টুইটে তথাগত লিখেছেন, তৃণমূল থেকে বিজেপিতে আসা যে সব নেতা আবার তৃণমূলে ফিরে গিয়েছেন, তাঁদের সম্পর্কে আমি প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্যের পুনরাবৃত্তি করছি। মল-মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না। সবলই হয়। ১৯৬৪ সালে যখন কম্যুনিস্ট পার্টি ভাঙে তখন সিপিআই নেতাদের সম্পর্কে এই উক্তি করা হয়েছিল।

বিধানসভা ভোটের আগে বিজেপিতে তৃণমূলত্যাগীদের নেওয়ার ঘোর বিরোধী ছিলেন তথাগত। দক্ষিণ কলকাতার ভবানীপুর থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু তাতে আমল দেয়নি রাজ্য বিজেপি নেতৃত্ব। নির্বাচনের কাজেও তাঁকে লাগানো হয়নি। ভোটের ফল বেরনোর পর থেকেই দলকে তোপ দাগতে শুরু করেন তথাগত।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।