Tuesday, November 11, 2025
Latestরাজ্য​

‘বাংলাদেশে যার চাচার বাড়ি, পশ্চিমবঙ্গ ছাড়ো তাড়াতাড়ি’, মন্তব্য তরুণজ্যোতি তিওয়ারির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে SIR শুরু হতেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে। এবার বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির মন্তব্য, “SIR আসছে তেড়ে, ভাগ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ ছেড়ে, বাংলাদেশে যার চাচার বাড়ি, পশ্চিমবঙ্গ ছাড়ো তাড়াতাড়ি।”

বিজেপি নেতা আরো বলেন, “ভারতবর্ষ ভারতের নাগরিকদের দেশ — হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পার্সি — সবার দেশ। এই দেশের মাটিতে থাকা সবার অধিকার আছে যারা ভারতীয়। বাংলাদেশের অত্যাচারিত হিন্দুরা এখানে শরণার্থী তাদের জন্য ভারত সরকার আছে। যে মুসলমানদের পরিবারের কবর এই মাটিতে আছে এই ভারতবর্ষ তাদেরও।”

তরুণজ্যোতি তিওয়ারি বলেন, “কিন্তু বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করা মুসলমানেরা বা রোহিঙ্গারা, আপনাদের জন্য স্পষ্ট বার্তা — যেখান থেকে এসেছিলেন, সেখানেই ফিরে যান। এখনো সুযোগ আছে শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার। কাউকে রক্ষা করা যাবে না, কারণ এটাই দেশের আইন। এটা পশ্চিমবঙ্গের বা কারও রাজনৈতিক দলের আইন নয়।

ভারতীয় মুসলমানদের কোন চিন্তার দরকার নেই, কারণ দেশভাগের সময় যাঁরা এই দেশের নাগরিক হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, ভারত সেই সিদ্ধান্তকেই সম্মান দেয়।

বাংলাদেশি হিন্দুদেরও কোনও ভয় পাওয়ার কারণ নেই। কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত আগত হিন্দু শরণার্থীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে দিয়েছে। বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা সংখ্যালঘুদের CAA এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে। 

সব হিসাব স্পষ্ট — যারা অবৈধভাবে দেশে ঢুকেছেন, তারা ফিরবেন। যারা ভারতের, তারা অটলভাবে থাকবেন। ভারত কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, কিন্তু ভারত শুধুই ভারতীয়দের।”