দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশের জালে ৩, “অভিযুক্তরা হলেন নাসিম, রিয়াজ, ফেরদৌস ও সফিকুল”, টুইট শুভেন্দুর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীর উপর সংঘটিত গণধর্ষণের মামলায় নতুন মোড়। পুলিশ ইতিমধ্যে ৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রবিবার একটি ভিডিও পোস্ট করে অভিযুক্তদের নাম প্রকাশ করেছেন।
শুভেন্দু অধিকারী তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে জানিয়েছেন, “দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযুক্তরা হলেন শেখ নাসিম উদ্দিন, শেখ রিয়াজ উদ্দিন, শেখ ফেরদৌস ও শেখ সফিকুল। প্রত্যেকের বাড়ি বিজড়া গ্রামে।”
দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযুক্তদের পরিচয় দেখে নিন:-
▪️শেখ নাসিম উদ্দিন
▪️শেখ রিয়াজ উদ্দিন
▪️শেখ ফেরদৌস
▪️শেখ সফিকুল
প্রত্যেকের বাড়ি বিজড়া গ্রামে।মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কথায় এদের ‘লাথি খাওয়া’ নিয়ে আপত্তি করা উচিত নয় !!!… pic.twitter.com/gVs5JDLfcu
— Suvendu Adhikari (@SuvenduWB) October 12, 2025
পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় মোট পাঁচ জনকে চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনকে ধরা হয়েছে মোবাইল টাওয়ারের লোকেশন ট্রেস করে। অপর দুই অভিযুক্ত এখনও পলাতক, তাদের খোঁজে জেলা জুড়ে তল্লাশি অভিযান চলছে।
নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন, তাঁর মেয়ের সহপাঠীও ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ সেই সূত্র ধরে গতকাল ওই সহপাঠীকে আটক করেছে। তদন্তে উঠে এসেছে যে, ঘটনার দিন নির্যাতিতা সহপাঠীর সঙ্গে ওই এলাকায় গিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, প্রথমে তিনজন অভিযুক্ত তার ফোন কেড়ে নেয়, পরে অন্য দুইজনের কাছে ফোন নিয়ে কল করার মাধ্যমে পুলিশ ধাপে ধাপে রহস্য উদঘাটন শুরু করে। অভিযুক্তদের কাছ থেকে নির্যাতিতার ফোন উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ দাবি করেছে, পলাতক দুই অভিযুক্তও শিগগিরই গ্রেপ্তার করা হবে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।