করোনার ওষুধ ‘ফ্লুগার্ড’ আনল সান ফার্মা, একটি ট্যাবলেটের দাম ৩৫ টাকা
নয়াদিল্লি: করোনা চিকিৎসার জন্য বাজারে নতুন ওষুধ আনছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিস লিমিটেড (Sun Pharmaceutical Industries Ltd.)। মঙ্গলবার তাঁরা জানিয়েছে, শীঘ্রই তাঁদের তৈরি ফ্যাভিপিরাভির-সমৃদ্ধ ওষুধ দেশের বাজারে বিক্রি শুরু করবে। এই ওষুধটি করোনা চিকিৎসায় ব্যবহৃত হবে। ফ্লুগার্ডের (ফ্যাভিপিরাভির ২০০ এমজি) প্রতি ট্যাবলেট ভারতের বাজারে পাওয়া যাবে ৩৫ টাকায়। এটি করোনার হালকা বা মাঝারি উপসর্গে কাজ দেবে।
ট্রায়ালে দেখা গিয়েছে, করোনা আক্রান্তদের দ্রুত সুস্থ করে তুলতে ফ্যাভিপিরাভির অত্যন্ত কার্যকরী। ভারতের বাজারে আরও সস্তা হল ফ্যাভিপিরাভির (Favipiravir)। এখন এক একটি ট্যাবলেটের মাত্র ৩৫ টাকা।
৩৫ টাকায় ফ্যাভিপিরাভিরের জেরেরিক ওষুধ ফ্লুগার্ড তৈরি করেছে সান ফার্মা। সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই ভারতের বাজারে চলে আসবে ফ্লুগার্ড। সারা দেশে পর্যাপ্ত পরিমাণে এই ওষুধ সরবরাহ করতে উদ্যোগী হয়েছে সান ফার্মা।
সান ফার্মা ছাড়াও ভারতে ফ্যাভিপিরাভির তৈরি করছে আরও দু’-তিনটি সংস্থা। এদের মধ্যে রয়েছে গ্লেনমার্ক ফার্মাকিউটিক্যালস (Glenmark Pharma), জেনবারক্ট ফার্মাকিউটিক্যালস (Jenburkt Pharma) এবং ব্রিনটন ফার্মাসিউটিক্যালস (Brinton Pharmaceuticals)। তবে করোনা রোগীদের জন্য সবচেয়ে কম খরচে ওষুধ নিয়ে এল সান ফার্মা।
সান ফার্মার সিইও কীর্তি গানোরকর বলেন, দেশে বর্তমানে প্রায় রোজই ৫০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে আরও বেশি চিকিৎসার প্রয়োজন। সেই দিকটি মাথায় রেখে আমরা ফ্লুগার্ড এনেছি। যার দাম সাধ্যের মধ্যেই। একটি ট্যাবলেটের মূল্য ৩৫ টাকা। এতে বেশি পরিমাণে রোগীদের চিকিৎসা সম্ভব হবে, ঠিক তেমন খরচও কম হবে। মহামারির সময় দেশের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।


