অযোধ্যা রাম মন্দির তৈরিতে ৩ হাজার কোটির বেশি টাকা দান করেছেন ভক্তরা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অযোধ্যা রাম মন্দির নির্মাণে ইতিমধ্যেই ৩,০০০ কোটি টাকা দান করেছেন ভক্তরা। এমনটাই জানালেন রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। বুধবার (২৯ অক্টোবর) তিনি জানান, এখনও পর্যন্ত প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয় হয়েছে এবং মন্দির প্রাঙ্গণের বাকি কাজ সম্পূর্ণ করতে আরও প্রায় ৩০০ কোটি টাকা লাগবে বলে অনুমান করা হচ্ছে। ফলে মোট প্রকল্প ব্যয় দাঁড়াবে প্রায় ১,৮০০ কোটি টাকায়।
নৃপেন্দ্র মিশ্র বলেন, “অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য ভক্তদের কাছ থেকে ৩,০০০ কোটিরও বেশি অনুদান এসেছে। এর মধ্যে প্রায় ১,৫০০ কোটি টাকা খরচ হয়েছে।”
তিনি আরও জানান, ২০২২ সালের পর যারা মন্দির নির্মাণে অর্থ দান করেছেন, তাঁদের সবাইকে আগামী ২৫ নভেম্বর নির্ধারিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।
নৃপেন্দ্র মিশ্র বলেন, “২৫ নভেম্বর রাম মন্দিরের চূড়ায় পতাকা উত্তোলনের অনুষ্ঠানে সকল অনুদানদাতা ভক্তদের আমন্ত্রণ জানানো হবে।” ওই দিন মন্দির নির্মাণে যুক্ত কোম্পানি, সরবরাহকারী ও শ্রমিকদেরও সম্মান জানানো হবে। তাঁদের প্রত্যেককে প্রশংসাপত্র প্রদান করা হবে অনুষ্ঠানের মাধ্যমে।
এছাড়াও, মন্দিরে দর্শনার্থীদের সুবিধার্থে তিনটি নির্দিষ্ট স্থানে জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের ‘দর্শন’ পথ দক্ষিণ দ্বার পর্যন্ত প্রায় ২০ মিনিটের এবং সম্পূর্ণ পথ সুগ্রীব কিলা পর্যন্ত প্রায় ৪০ মিনিটের। পারকোটা নির্মাণের কাজ আগামী ৫ নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা।
২৫ নভেম্বরের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই রাম মন্দিরের চূড়ায় পতাকা উত্তোলন করবেন। তিনি মন্দির কমপ্লেক্সের অন্তর্গত শেশাবতার মন্দির, কুবের টিলা ও সপ্তমণ্ডপমও পরিদর্শন করবেন বলে জানা গেছে।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রায় ৮,০০০ অতিথি উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।


