Monday, November 24, 2025
দেশ

মানব সভ্যতার অগ্রগতিতে মহিলাদের সমান অংশীদার করা হলে বিশ্ব আরও ভালো জায়গায় পৌঁছাবে: রাষ্ট্রপতি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ বিশ্ব নারী দিবস। প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। লিঙ্গবৈষম্য কমাতে, পুরুষ-নারী সমানাধিকারের জন্য সারা বিশ্বেই পালন করা হয়ে থাকে এই দিনটি। এই বছরও গোটা দেশে পালিত হচ্ছে নারী দিবস।

নারী দিবসে সমানাধিকারের উপর জোর দেওয়ার কথা বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। টুইটে তিনি বলেছেন, ‘লিঙ্গ ন্যায় বিচারের প্রচারের জন্য ‘মাতৃত্বে সহজাত নেতৃত্বের’ চেতনাকে আহবান করা দরকার। বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মত মহিলাদের সরাসরি ক্ষমতায়নের জন্য বেশ কয়েকটি সরকারি কর্মসূচি সঠিক পদক্ষেপ। বলাই বাহুল্য, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র রাষ্ট্রপতি হিসেবে আমার নির্বাচন মহিলাদের ক্ষমতায়নের অংশ। সংসদে আজ সর্বোচ্চ সংখ্যক মহিলা রয়েছে।’

উল্লেখ্য প্রতিবছর নারী দিবসের একটি করে থিম থাকে। এ বছরের নারী দিবসের থিম হল- ‘DigitALL: Innovation and technology for gender equality’। অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তিক্ষেত্রে লিঙ্গসমতা। এই মুহূর্তে গোটা বিশ্ব অনেকটাই প্রযুক্তিনির্ভর। আর প্রযুক্তি ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীর অংশগ্রহণ অনেকটাই নগন্য! সেটা ঘোচাতেই এবার থিম বিজ্ঞান, প্রযুক্তিক্ষেত্রে লিঙ্গসমতা।