Tuesday, October 14, 2025
Latestদেশ

যোগী রাজ্যে এনকাউন্টারে খতম কুখ্যাত ধর্ষক শাহজাদ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশে ফের এনকাউন্টার। পুলিশের গুলিতে মৃত্যু হল কুখ্যাত অপরাধী শাহজাদ ওরফে নিক্কি ধীরের। দুই নাবালিকাকে ধর্ষণের দায়ে কারাবন্দি থাকার পর কয়েক বছর আগে জেল থেকে পালিয়ে যায় সে। পুলিশের খাতায় ‘বিপজ্জনক অপরাধী’ হিসেবে চিহ্নিত নিক্কির মাথার দাম ছিল ২৫ হাজার টাকা।

ঘটনাটি ঘটেছে মিরাট জেলার সারুরপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে জানা যায়, শাহজাদ জঙ্গলের ভেতরে আত্মগোপন করে আছে। সেই খবরের ভিত্তিতে সোমবার সকালে তল্লাশি অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় নিজেকে ঘিরে ফেলা হয়েছে বুঝে শাহজাদ পুলিশের উপর গুলি চালায়। পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। সংঘর্ষে শাহজাদ বুকে ও পায়ে গুলিবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মিরাটের এসএসপি বিপিন টাডা জানিয়েছেন, “নিহত অপরাধীর বিরুদ্ধে ধর্ষণ, লুট ও খুনের চেষ্টা সহ মোট সাতটি মামলা দায়ের ছিল। সে অতীতে এক নাবালিকা মেয়েকে ধর্ষণের মামলায় পাঁচ বছর কারাভোগ করে। মুক্তি পাওয়ার পরও সে অপরাধের জগতে ফিরে যায় এবং সম্প্রতি এক সাত বছরের শিশুর উপর নৃশংস নির্যাতন চালায়। এরপরই তার মাথার উপর ২৫ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়।”

সারুরপুর থানার ওসি জানিয়েছেন, শাহজাদের বিরুদ্ধে মিরাট, মুজাফফরনগর ও বাঘপাত জেলায় নাবালিকাদের সঙ্গে ধর্ষণ, শ্লীলতাহানি, অপহরণ ও হত্যার চেষ্টার মতো ১৫টিরও বেশি মামলা দায়ের ছিল। বেআইনি অস্ত্র কেনাবেচার সঙ্গেও যুক্ত ছিল সে।

এনকাউন্টারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মিরাট পুলিশের এসপি (গ্রামীণ) অভিজিত কুমার। বিপুল পুলিশবাহিনী ঘিরে ফেলে এলাকা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

উত্তরপ্রদেশে সাম্প্রতিক বছরগুলোতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এনকাউন্টার অভিযান ক্রমশ বাড়ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন বারবারই জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে রাজ্যে কোনওরকম সহানুভূতি দেখানো হবে না।