গ্রহণযোগ্যতায় বিশ্বনেতাদের মধ্যে শীর্ষে মোদী
নয়াদিল্লি: এই মুহূর্তে বিশ্বনেতাদের মধ্যে জনপ্রিয়তায় সবার শীর্ষে রয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিত্রই এবার ধরা পড়লো বিশ্বব্যাপী করা সমীক্ষায়। আমেরিকার সংস্থা ‘মর্নিং কনসাল্ট (Morning Consult)’ করা সমীক্ষা বলছে, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানির মতো দেশের রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে প্রথম স্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরে জুন মাস পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা সূচক ৬৬ শতাংশ।
সমীক্ষা অনুযায়ী, গত দু’বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্রহণযোগ্যতা সূচক অনেকটাই কমেছে। ২০১৯ সালে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিলের পর মোদীর গ্রহণযোগ্যতা সূচক ছুঁয়েছিল ৮২ শতাংশ। এখন সেটা এসে দাঁড়িয়েছে ৬৬ শতাংশ। অর্থাৎ, গত দু’বছরে মোদীর গ্রহণযোগ্যতা ১৬ শতাংশ কমেছে।
সমীক্ষায় মোদীর পরে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তাঁর গ্রহণযোগ্যতা সূচক ৬৫ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর (৬৩ শতাংশ)। চতুর্থ অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (৫৪ শতাংশ)। পঞ্চম অবস্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল (৫৩ শতাংশ)।
ষষ্ঠ স্থানে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (৫৩ শতাংশ) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ৪৮ শতাংশ এবং অষ্টম স্থানে থাকা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (৪৪ শতাংশ)। ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর গ্রহণযোগ্যতা সূচক ৩৫ শতাংশ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর গ্রহণযোগ্যতা সূচক ৩৫ শতাংশ। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার গ্রহণযোগ্যতা সূচক ২৯ শতাংশ।
মর্নিং কনসাল্ট ভারতের ২,১২৬ জনের উপর এই সমীক্ষা চালায়। সমীক্ষায় দেখা গিয়েছে, ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মোদীকেই ফের ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। ২৮ শতাংশ মানুষ মোদীর বিরোধিতা করেছেন। মর্নিং কনসাল্ট জানিয়েছে, তাঁরা বয়স, লিঙ্গ, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ভাগে বিভক্ত করে মানুষের মতামত গ্রহণ করেছে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

