২৯ বছর পর অযোধ্যায় মোদী, হনুমানগড়ি মন্দিরে পুজো দিলেন নমো
অযোধ্যা: দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে অযোধ্যায় শুরু হল রাম মন্দিরের ভূমিপুজো। বুধবার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেজে উঠেছে গোটা অযোধ্যা নগরী।
নির্ধারিত সূচি মেনে বেলা ১২ টার সময় রাম জন্মভূমিতে পৌঁছন মোদী। সেখানে ১০ মিনিট ধরে রামলালা দর্শন করেন তিনি। ১২ টা ১৫ মিনিটে রাম মন্দিরের চত্বরে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। ১২ টা ৪০ মিনিটে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী।
ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে হনুমানগড়ি মন্দিরে (Hanuman Garhi Temple) যান মোদী। নমোর পরনে সোনালী পাঞ্জাবি ও সাদা ধুতি। সঙ্গে কমলা উত্তরীয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নিয়ে দ্বিতীয় গেট দিয়ে হনুমানগড়ি মন্দিরে পুজো দিতে যান তিনি। সেখানে প্রার্থনা করেন তিনি। সাষ্টাঙ্গে প্রণাম করেন নমো।
উল্লেখ্য, রাম মন্দিরের ভূমিপুজোর জন্য ২৯ বছর পর অযোধ্যায় পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লি থেকে বিমানে করে লখনউয়ে পৌঁছন মোদী। সেখান থেকে চপারে করে রাম মন্দিরের অনুষ্ঠান পৌঁছন নমো।


