Narendra Modi: শনিবার পশ্চিমবঙ্গে ৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের জন্য বিরাট বড় উপহার কেন্দ্রীয় সরকারের। শনিবার রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
এক্সে মোদী লিখেছেন, “আমি শনিবার, ২০শে ডিসেম্বর, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সকাল ১১:১৫ নাগাদ, নদিয়া জেলার রানাঘাটে একটি জনসভায় অংশ নেব, যেখানে প্রায় ৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করব। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে:
এনএইচ-৩৪ এর বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত ৬৬.৭ কিমি দীর্ঘ ৪-লেনের রাস্তার উদ্বোধন।
এনএইচ-৩৪ এর বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত অংশের রাস্তার ৪-লেনে উন্নীত করার প্রকল্পের শিলান্যাস।
এই প্রকল্প কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।”


