PM Modi Ranaghat: শনিবার মতুয়াগড় রানাঘাটে আসছেন মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিধানসভা ভোটের বাকি আর মাত্র ৫ মাস। তার আগেই তোড়জোড় শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। এবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার নদিয়ার তাহেরপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সফরকে ঘিরে গোটা এলাকা গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে কড়া নজরদারি। এদিন সকাল থেকেই সভাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এছাড়া সভাকে কেন্দ্র করে একাধিক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভিড় সামাল দিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা এলাকায় কড়া নজরদারি চলছে।
মোদীর পরে রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর দু’দিনের সফরে বাংলায় আসবেন অমিত শাহ। তবে এই সফরে কোনও জনসভা নয়। বিজেপি সূত্রে খবর, বিজেপির সাংগঠনিক বৈঠকেই মূলত রাজ্যে আসছেন অমিত শাহ। ভোটের আগে জেলা ও রাজ্য নেতৃত্বের সঙ্গে নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা করবেন বলে খবর।
২০২৬ সালের বিধানসভা ভোটে বাংলা দখলে মরিয়া বিজেপি। তবে SIR নিয়ে কিছুটা হলেও চাপ বেড়েছে! নাগরিকত্ব ইস্যুতে মতুয়া এবং উদ্বাস্তু হিন্দুদের মধ্যে চাপা আতঙ্ক ছড়িয়েছে। এই পরিস্থিতিতে এখন দেখার বিষয় তাহেরপুরের সভা থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন মতুয়া এবং উদ্বাস্তু হিন্দুদের।


