Ethiopia’s Highest Award: বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের নয়া সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরফলে ভারত–ইথিওপিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে যুক্ত হল এক ঐতিহাসিক অধ্যায়। দু’দেশের সম্পর্ক দৃঢ় করা এবং বিশ্বনেতা হিসেবে দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি।
পূর্ব আফ্রিকার প্রাচীন সভ্যতার দেশ ইথিওপিয়ার কাছ থেকে এই সম্মান পেয়ে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী মোদী। সম্মান গ্রহণের পর সামাজিক মাধ্যম এক্সে মোদী লেখেন, “দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া সম্মান পেয়ে আমি গর্বিত। এই অনন্য পুরস্কার আমি ভারতের ১৪০ কোটি মানুষকে উৎসর্গ করছি।”
সম্মান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ ইথিওপিয়া থেকে এই স্বীকৃতি তাঁর কাছে অত্যন্ত গর্বের।’ একই সঙ্গে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এই সম্মান প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রকের তরফেও বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান যিনি ইথিওপিয়ার এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন। বিদেশমন্ত্রকের মতে, এই স্বীকৃতি ভারত–ইথিওপিয়া সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। মোদী বলেন, “দেশের ঐক্য, উন্নয়ন এবং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আবি আহমেদের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।” পাশাপাশি জাতি গঠনে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে মোদী উল্লেখ করেন, ১০০ বছরেরও বেশি সময় ধরে ভারতের শিক্ষকরা ইথিওপিয়ার শিক্ষা ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন, যা দু’দেশের সম্পর্ককে আরও গভীর করেছে।
বিদেশমন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সম্মান কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে সহযোগিতা ও ইতিবাচক অংশীদারিত্বকেও আরও শক্তিশালী করবে। সব মিলিয়ে, এই সম্মান ভারত–ইথিওপিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেল বলেই মনে করছে কূটনৈতিক মহল।


