Monday, November 24, 2025
দেশ

‘মোদীর নেতৃত্বেই ভারতের সঙ্গে জুড়ে যাবে পাক অধিকৃত কাশ্মীর’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীর ভারত ফের দখল করবে, এমন দাবি বিজেপি নেতা-কর্মীদের প্রায়ই শোনা যায়। এবার হরিয়ানার মন্ত্রী কমল গুপ্ত দাবি করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বেই ভারতের সঙ্গে জুড়ে যাবে পাক অধিকৃত কাশ্মীর।

ওই বিজেপি নেতার মতে, ‘২০১৪ সালের আগে ভারত শক্তিশালী ছিল না। কিন্তু বর্তমানে মোদীর নেতৃত্বে ভারত যথেষ্ট শক্তিশালী, তাই আগামী ২ থেকে ৩ বছরের মধ্যেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হতে চলেছে।’

কমল গুপ্ত আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে কাশ্মীর দখল করে রেখেছে পাকিস্তান। কিন্তু আগামী দু-তিন বছরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে চলে আসবে।’

উল্লেখ্য, বর্তমানে চরম আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। দেউলিয়া প্রায় অবস্থা। সেদেশের সাধারণ নাগরিকরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন না। খাদ্যদ্রব্যের ঘাটতি দেখা দিয়েছে। পর্যাপ্ত জ্বালানি নেই। আমদানি করার জন্য বৈদেশিক মুদ্রাও কমে এসেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানি সমাজকর্মী আমজাদ আয়ুব মির্জাও পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে জুড়তে চাইছিলেন। তবে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে কিনা সময়ই সেটা বলবে!