মহারাষ্ট্রে লক্ষাধিক লাভ জিহাদের কেস, তবে শ্রদ্ধা ওয়াকারের ঘটনা আর হতে দেব না, দাবি মন্ত্রীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহারাষ্ট্রে লক্ষাধিক লাভ জিহাদের কেস রয়েছে বলে দাবি করলেন সে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা। বুধবার (৮ মার্চ) বিধানসভায় তিনি দাবি করেন, মহারাষ্ট্রে ১ লাখেরও বেশি লাভ জিহাদের ঘটনা রিপোর্ট করা হয়েছে। তবে শ্রদ্ধা ওয়াকার হত্যার মতো মামলা বন্ধ করার দায়িত্ব রাজ্য সরকারের। প্রভাত লোধা তার টুইটার হ্যান্ডেলে তার বক্তব্যের একটি ভিডিও শেয়ার করেছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন তালাক নিষিদ্ধ করে ভারতের মহিলাদের প্রতি ন্যায়বিচার করেছেন। যেসব নারীদের হুমকির মুখে রাখা হয়েছিল। তাদের খোলামেলা কথা বলার সুযোগ দিয়েছেন।”
महाराष्ट्रात पुन्हा एकदा श्रद्धा वालकर सारखी घटना न घडावी, ही सरकारची जबाबदारी आहे. @mieknathshinde @Dev_Fadnavis@CMOMaharashtra#InternationalWomensDay #WomensDay #NariShakti #NariShaktiForNewIndia pic.twitter.com/jiP9b4qC9e
— Mangal Prabhat Lodha (@MPLodha) March 9, 2023
তিনি আরও বলেন, “আমরা নারীদের উন্নতির কথা বলি। নারীর ওপর নৃশংস অত্যাচারের কথা উঠলে রাজ্যের মানুষ ক্ষুব্ধ হয়। লাভ জিহাদের বিরুদ্ধে মহারাষ্ট্রের অনেক জেলায় ৫০,০০০ জনতার ভিড়ে মিছিল হচ্ছে। এসব মোর্চা কি নিজেরাই বেরিয়ে আসছে? মানুষের মধ্যে অনেক ক্ষোভ আছে।”
মন্ত্রী আরও বলেন, “মহারাষ্ট্রে লাভ জিহাদের ১ লক্ষেরও বেশি ঘটনা সামনে এসেছে। রাজ্যে যেন অন্য কোনো ধর্মবিশ্বাসকে হত্যা করা না হয় সেটা রাজ্য সরকারের দায়িত্ব। আর সেজন্যই গঠন করা হয়েছে আন্তঃধর্মীয় বিবাহ কমিটি। বিয়ের পর বাড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া প্রতিটি মেয়ে শিশুকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকার ও মহিলা উন্নয়ন মন্ত্রকের।”
উল্লেখ্য, আফতাব আমিন পুনাওয়ালা তার লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে ১৮ মে ২০২২ -এ হত্যা করেছিলেন। এরপর মৃতদেহ ৩৫ টুকরো করে মেহরাউলি ও দিল্লির বিভিন্ন এলাকায় ফেলে দেন।

