Sunday, January 25, 2026
দেশ

পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নেফিউ রিও, উপস্থিত ছিলেন মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির নেতা নেফিউ রিও পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন তিনি।

৭২ বছর বয়সী এই রাজনীতিবিদকে গভর্নর লা গণেসান শপথ বাক্য পাঠ করান। টিআর জেলিয়াং এবং ওয়াই প্যাটন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, রিও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও শপথ নিয়েছেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং আসামের মুখ্যমন্ত্রী এবং NEDA আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা।

এদিকে নাগাল্যান্ড এবারও বিরোধীশূন্য বিধানসভা হতে চলেছে। এনডিপি-বিজেপি জোটকে সমর্থন জানিয়েছে শরদ পাওয়ারের এনসিপি-ও। এই নিয়ে টানা দ্বিতীয়বার বিরোধী শূন্য বিধানসভা হতে চলেছে নাগাল্যান্ড।