Tuesday, December 16, 2025
দেশ

অযোধ্যার পরে এবার কাশী ও মথুরায় মসজিদ গুঁড়িয়ে হিন্দু ধর্মের হৃত গৌরব ফেরানো হবে: বিজেপি নেতা

বেঙ্গালুরু: দীর্ঘ আইনি লড়াইয়ে পর বুধবার শুরু হল অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কাজ। এবার কাশী ও মথুরায় মসজিদ গুঁড়িয়ে হিন্দু ধর্মের হৃত গৌরব ফেরানোর ডাক দিলেন কর্ণাটকের মন্ত্রী তথা বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা (K S Eshwarappa)। বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে রাজ্যের শিবমোগ্গা জেলায় পুজো ও যজ্ঞের আয়োজন করে কর্ণাটক বিজেপি নেতৃত্ব।

ওই অনুষ্ঠানে যোগ দিয়েই কর্ণাটক পঞ্চায়েত রাডজ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী ঈশ্বরাপ্পা বলেন, দাসত্বের একটি চিহ্ন মুছে ফেলা হয়েছে। আরও দুটি বাকি রয়েছে কাশী ও মথুরায়, যেগুলি মুছে ফেলা দরকার এবং ওই দুই স্থানে মন্দির নির্মাণের জন্য মসজিদকে জায়গা ছেড়ে দিতে হবে।

কর্ণাটক বিজেপির প্রাক্তন সভাপতি কে এস ঈশ্বরাপ্পা বলেন, শক্তিশালী ভারত গড়ে তুলতে দাসত্বের সমস্ত চিহ্ন ভারতের বুক থেকে মুছে ফেলার জন্য সব রকম চেষ্টা করা হবে।

উল্লেখ্য, বিজেপির একটি স্লোগান ছিল, অযোধ্যা তো ঝাঁকি হ্যায়, মথুরা-কাশী বাকি হ্যায়। মধ্যযুগ, ইংরেজ যুগের সময় থেকে চলে আসা রাম মন্দির আন্দোলন এতদিনে সফল হল। এবার গেরুয়া শিবিরের এজেন্ডা মথুরা, কাশীর মন্দিরের পুনর্দখল করা।