জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হলেন মনোজ সিনহা
শ্রীনগর: ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল। বর্ষপূর্তির দিনই উপ-রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন গিরিশ চন্দ্র মুর্মু। জানা যায়, বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন গিরিশ চন্দ্র মুর্মু। তাঁর পরিবর্তে জম্মু-কাশ্মীরের পরবর্তী লেফট্যানেন্ট গভর্নর পদে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহাকে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার।
সংবাদসংস্থা এএনআইকে মনোজ সিনহা জানিয়েছেন, খুবই বড় দায়িত্ব৷ আজই তিনি কাশ্মীর যাচ্ছেন৷ ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোদী সরকারের টেলিকম মন্ত্রী ছিলেন মনোজ সিনহা৷ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে দু’বার লোকসভা ভোটে জিতে সাংসদ হন তিনি৷
এদিকে, দেশের নতুন অডিটর জেনারেল পদে নিয়োগ করা হচ্ছে জিসি মুর্মুকে। কয়েকদিনের মধ্যে দেশের বর্তমান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রাজীব মহর্ষি ৬৫ বছরে পা দেবেন। যার ফলে তাঁকে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদ থেকে অব্যাহতি দেওয়া হবে। সূত্রের খবর, রাজীব মহর্ষির জায়গায় ওই পদে বসানো হবে জিসি মুর্মুকে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদটিও একটি সাংবিধানিক পদ।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে গিরিশ চন্দ্র মুর্মুর। ১৯৮৫ সালের ব্যাচের গুজরাট ক্যাডারের আইএএস অফিসার গিরিশ চন্দ্র মুর্মু। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের যুগ্ম-সচিব হিসেবে যোগ দেন মুর্মু।


