Monday, November 24, 2025
রাজ্য​

ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো ফিরহাদকে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। ফিরহাদের জায়গায় তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তকে (Tapan Dasgupta) দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

জানা গেছে, বুধবার ফুরফুরা শরিফ যাচ্ছেন তপন দাশগুপ্ত। ফুরফুরা শরিফের উন্নয়ন নিয়ে পীরজাদাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

প্রসঙ্গত, রাজ্য সরকার ফুরফুরা শরিফের উন্নয়নের কথা মাথায় রেখে ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত ছিলো এটা।