Mamata Banerjee: SIR নিয়ে চিন্তা করে শরীর খারাপ করবেন না, ডাকলে যাবেন, বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না: মমতা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতিতে চাপানউতর তুঙ্গে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের সরব হল তৃণমূল। সিঙ্গুর থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘বিজেপির নির্দেশে তাড়াহুড়ো করে এসআইআর চালানো হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ ও সরকারি আধিকারিকদের উপর অমানবিক চাপ সৃষ্টি হচ্ছে।’
মুখ্যমন্ত্রীর দাবি, ‘এসআইআর আতঙ্কে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলও-র মতো সরকারি কর্মীরা মানসিক চাপে ভেঙে পড়ছেন। কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, আবার অনেকে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। এই পরিস্থিতির দায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারের।’
সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ‘প্রয়োজনে তিনি এই ইস্যুতে আদালতের দ্বারস্থ হবেন। তাঁর কথায়, ‘মানুষের অধিকারের কথা দিল্লির কানে তুলতেই হবে। আজ না হলে কাল আমি দিল্লি যাবই। দরকার হলে কোর্টেও যাব—আইনজীবী হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে।’
একইসঙ্গে সাধারণ মানুষকে অভয় দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভয় পাওয়ার কোনও কারণ নেই। নির্বাচন কমিশনের তরফে শুনানিতে ডাকলে যাবেন ও সহযোগিতা করবেন। বাকি বিষয়টি আমি নিজেই দেখছি। এটা বাংলা। এখানে ডিটেনশন ক্যাম্প হবে না।’
বিজেপির বিরুদ্ধে ‘ঔদ্ধত্য’ ও ‘অহংকার’ দেখানোর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওরা অহংকার দেখাচ্ছে। সব অহংকার ভেঙে চূর্ণবিচূর্ণ করব। শুধু আপনারা পাশে থাকুন। মানসিক চাপ নেবেন না ও কোনওভাবেই আত্মহত্যার পথ বেছে নেবেন না।’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, বিজেপি ‘হিন্দু-হিন্দু’ করে রাজনীতি করলেও বাস্তবে হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসআইআর আতঙ্কে বহু হিন্দুরও মৃত্যু হয়েছে। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘বাংলাকে তোমরা চেনো না। বাংলা জবাব দিতে শুরু করলে ক্ষমতা নেই তোমাদের।’’
মুখ্যমন্ত্রী জানান, ‘তিনি জীবন দিয়ে লড়াই করেন এবং অতীতেও বহু রাজনৈতিক অত্যাচার সহ্য করেছেন। বিজেপির বিরুদ্ধে উন্নয়ন-বিরোধী মনোভাবের অভিযোগ তুলে তিনি বলেন, রাজ্যের অগ্রগতি দেখেই বিরোধীরা অস্বস্তিতে ভুগছে।’
এসআইআর ইস্যু ঘিরে মুখ্যমন্ত্রীর এই আক্রমণাত্মক অবস্থান রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়াল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।


