Iran Protests: ‘যেভাবেই হোক অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশ দূতাবাসের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইরানে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা ও সরকারবিরোধী বিক্ষোভের আবহে সেদেশে থাকা ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিল তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। বুধবার এক বিশেষ নির্দেশিকায় জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে পড়ুয়া, পর্যটক, তীর্থযাত্রী ও ব্যবসায়ী—সব ভারতীয় নাগরিককে যেভাবেই হোক যত দ্রুত সম্ভব ইরান ত্যাগ করুন।
দূতাবাসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র ও অভিবাসন সংক্রান্ত নথিপত্র সর্বদা হাতের কাছে রাখুন। পাশাপাশি, কোনও জরুরি পরিস্থিতিতে তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার জন্য হেল্পলাইন নম্বর ও ই-মেল আইডিও জানিয়ে দেওয়া হয়েছে।
নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে ইরান থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়েই ভারতীয় নাগরিকদের যেভাবে সম্ভব দেশ ছাড়ুন। দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইরানে অবস্থান করা নিরাপদ নয় এবং সতর্কতা অবলম্বন করাই একমাত্র পথ।
উল্লেখ্য, ইরানে এই সিদ্ধান্ত এমন এক সময় নেওয়া হয়েছে, যখন আয়াতোল্লা খামেনেই প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক দমননীতি ও প্রশাসনিক কঠোরতার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। ফলে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা দেশ।
এর আগে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইরানে সামরিক হামলার হুমকি দিয়েছেন। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সম্ভাব্য সামরিক পদক্ষেপের আগেই নিজেদের নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কৌশল নিচ্ছে ওয়াশিংটন।
এই প্রেক্ষাপটে ভারতের দূতাবাসের তরফে জারি করা নির্দেশিকাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল। প্রশ্ন উঠছে—ইরানের পরিস্থিতি কি আরও ভয়াবহ দিকে যাচ্ছে? মার্কিন হামলার আশঙ্কা কি ক্রমশ বাস্তব হয়ে উঠছে? ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই কি আগাম এই সতর্কবার্তা?
সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যের এই দেশকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে।


