দেশে রাম রাজ্যের সূচনা হল: কঙ্গনা রানাওয়াত
মুম্বাই: দীর্ঘ প্রতীক্ষার অবসান। ৫ আগস্ট অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দির নির্মাণের কাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অযোধ্যায় রাম মন্দির তৈরির সূচনাকে ‘ঐতিহাসিক’ বললেন কঙ্গনা। অভিনেত্রী বললেন, বিগত ৫০০ বছরের বিতর্কের অবসান। ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাসের দীর্ঘ যাত্রাপথ.. জয় শ্রী রাম।
কঙ্গনা রানাওয়াত বলেন, আজ থেকে ভারতে ফের রামরাজ্য প্রতিষ্ঠার সূচনা হল। সর্বকালের সেরা ঐতিহ্যবাহী গৌরবময় সভ্যতা, যেখানে রাম শুধু রাজাই নন, প্রকৃতপক্ষে এক জীবন দর্শন।
উল্লেখ্য, বুধবার অযোধ্যার রাম মন্দিরের ভূমিপুজোর উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সংঘ প্রধান মোহন ভগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভূমিপুজোর পর ৪০ কেজি রুপোর ইট দিয়ে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নমো।
প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে ছবি তৈরি করতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। বিগত ৫০০ বছরের লড়াইকে তুলে ধরবেন তিনি। লকডাউন কালেই রামায়ণ পড়ে যাবতীয় খুঁটিনাটি তথ্য জোগাড় করে চিত্রনাট্যের খসড়া প্রস্তুত করে ফেলেছেন অভিনেত্রী।


