Wednesday, January 14, 2026
Latestকলকাতা

Justice Sujay Paul: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন সুজয় পাল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন বিচারপতি সুজয় পাল (Justice Sujay Pal)। এতদিন তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাঁর নামেই চূড়ান্ত সিলমোহর পড়ে।

প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (TS Sivagnanam) অবসর নেওয়ার পর থেকেই কলকাতা হাইকোর্টে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়। তাঁর অবসরের পর প্রথমে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয় বিচারপতি সৌমেন সেনকে। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইন মন্ত্রক। পরে বিচারপতি সৌমেন সেনকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের সুপারিশ করা হলে কলকাতা হাইকোর্টে সেই পদ শূন্য হয়। এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান বিচারপতি সুজয় পাল।

বিচারপতি সুজয় পালের জন্ম এক প্রবাসী বাঙালি পরিবারে। শৈশব কেটেছে মধ্যপ্রদেশে। সেখানেই এল এস ঝা মডেল স্কুলে তাঁর প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। পরবর্তীতে জব্বলপুরের রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। আইন বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে এলএলবি ডিগ্রি লাভ করেন বিচারপতি পাল।

দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করার পর ২০১১ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের জব্বলপুর বেঞ্চে বিচারক হিসেবে নিযুক্ত হন তিনি। পরে তাঁর ছেলে মধ্যপ্রদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করায়—তাঁকে তেলঙ্গানা হাইকোর্টে বদলি করা হয়।

চলতি বছরের ২৬ মে, বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি সুজয় পালকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ করে। সেই সুপারিশ কার্যকর হওয়ার পরই তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন।

অবশেষে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের অনুমোদনের মাধ্যমে কলকাতা হাইকোর্টের শীর্ষ বিচারিক পদে স্থায়ীভাবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল।