করোনা যোদ্ধা হিসেবে সাংবাদিকদের টিকা দেওয়া হোক
কলকাতা: শুক্রবার করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক রোহিত সারদানা। গত ২৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ICU তে ছিলেন সপ্তাহখানেক ধরে। হঠাৎই অবস্থার অবনতি হয় তাঁর। শুক্রবার হার্ট অ্যাটাকে মারা যান তিনি।
তাঁর মৃত্যুর সাথে সাথে উঠছে একটি প্রশ্ন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যেই পড়েন সাংবাদিকেরা। খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের পড়ে থাকতে হয় রাস্তা-ঘাটে, হাসপাতালে-শ্মশানে, ভোটকেন্দ্রে, টিকাকরণ কেন্দ্রে, খেলার মাঠে, রাজনৈতিক সভা-সমাবেশে… কোথায় যেতে হয় না সাংবাদিকদের?
তবে সেই সাংবাদিকদের টিকাকরণের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ২ মে রাজ্যে ভোটগণনা, তার আগে গণনাকেন্দ্রের ডিউটিতে থাকা সাংবাদিক-চিত্রসাংবাদিকদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা অথবা টিকার দুই ডোজ নেওয়ার প্রমাণপত্র। অথচ ৪৫ বছরের উপরের ব্যক্তিরাই এখনো পর্যন্ত করোনার টিকা পেয়েছেন। ১৮ বছরের উপরে যারা তাদের ১ মে থেকে টিকা দেওয়া হবে।
কিন্তু জীবন বাজি রেখে যাঁরা রাস্তায় ঘাটে নেমে সকলের সামনে খবর তুলে ধরেন, তাঁদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। করোনাকালীন সময়ে গোটা দেশে প্রায় ১৫০ জন সাংবাদিক মারা গিয়েছেন।
তাই সাংবাদিকদের ভ্যাকসিন দেওয়া হোক। সাংবাদিকদের টিকাকরণের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট বয়সের সীমা থাকাও উচিৎ নয়। যে কোনও বয়সের সাংবাদিককেই টিকা দেওয়া হোক। কেননা সামনের সারির যোদ্ধা হিসেবে অতিমারির বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন সাংবাদিকরা। সঠিক খবর পৌঁছে দিচ্ছেন তাঁরা। অতিমারি সম্পর্কে মানুষকে সচেতন করছেন তাঁরা।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

