‘বাম দুর্গ’ যাদবপুরে একযোগে পদত্যাগ করলেন ৬৫ জন CPIM সদস্য
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীর্ঘদিন ধরে বাম রাজনীতির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত যাদবপুর। এবার সেখানেই বড় ধাক্কা খেল সিপিআই(এম)। একসময়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নির্বাচনী আসন, যেখানে দলীয় সংগঠনের ভিত ছিল অত্যন্ত মজবুত, সেই দক্ষিণ যাদবপুর ১ নম্বর এরিয়া কমিটি থেকে একযোগে ইস্তফা দিয়েছেন ৬৫ জন সদস্য। তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন এরিয়া কমিটির পদাধিকারীও।
দলীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই এরিয়া কমিটির সম্পাদক রোশন মণ্ডলের কাজের ধরন নিয়ে ক্ষোভ জমছিল কর্মী-নেতাদের মধ্যে। অভিযোগ, তিনি সংগঠন চালাচ্ছিলেন একনায়কতান্ত্রিকভাবে—গোষ্ঠীবাদী সিদ্ধান্ত, স্বজনপোষণ, পক্ষপাত ও ব্যক্তিগত আনুগত্যের রাজনীতিই নাকি সেখানে মুখ্য হয়ে উঠেছিল। এক যুবনেতাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই দল থেকে বহিষ্কারের ঘটনাই ক্ষোভের আগুনে ঘি ঢালে। ক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, এই বহিষ্কারের পেছনে ছিল ব্যক্তিগত আক্রোশ এবং রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য হিমঘ্নরাজ ভট্টাচার্যের প্রভাব।
পরিস্থিতি আরও ঘনিয়ে ওঠে ২২ অক্টোবর, যুব সংগঠনের লোকাল কমিটির সম্মেলনের সময়। অভিযোগ, নতুন কমিটি গঠনের বৈঠকে এক বর্ষীয়ান নেতা লোহার রড নিয়ে হামলা চালান এক যুবনেতার ওপর। মুহূর্তে সভাস্থল পরিণত হয় রণক্ষেত্রে। এই ঘটনার পর থেকেই সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ চরমে পৌঁছায়।
শেষ পর্যন্ত ৩০ অক্টোবর একযোগে পদত্যাগ করেন ৬৫ জন সদস্য, তাদের মধ্যে রয়েছেন এরিয়া কমিটির সদস্য জয়ন্ত মুখোপাধ্যায়, কিশোর দাশগুপ্ত ও কৌশিক ঘোষ। ইস্তফা-পত্রে তারা নেতৃত্বের স্বেচ্ছাচারিতা, গোষ্ঠীদ্বন্দ্ব ও অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।


