Thursday, January 15, 2026
Latestআন্তর্জাতিক

Iran Shuts Airspace: হামলা করতে পারে আমেরিকা! আকাশসীমা বন্ধ করলো ইরান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশজুড়ে প্রবল বিক্ষোভ, বাইরে আমেরিকার কড়া হুঁশিয়ারি—চরম উত্তেজনার আবহে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল ইরান। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে ভারতীয় একাধিক বিমান সংস্থার আন্তর্জাতিক পরিষেবায়। ইরানের আকাশপথ ব্যবহার করা ফ্লাইটগুলিতে বিলম্ব কিংবা বাতিলের আশঙ্কা তৈরি হয়েছে।

বুধবার রাতে প্রথমে দু’ঘণ্টার জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তেহরান। পরে সেই সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য কার্যকর করা হয়। খামেনেই সরকারের এই পদক্ষেপের জেরে ইরানের উপর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক বিমানগুলিকে বিকল্প বা ঘুরপথে উড়তে হচ্ছে।

এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া যাত্রীদের জন্য অ্যাডভাইজরি জারি করেছে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ইরানের আকাশপথ আপাতত বাণিজ্যিক উড়ানের জন্য বন্ধ থাকায় বেশ কিছু আন্তর্জাতিক রুটে বিলম্ব হতে পারে। কিছু ক্ষেত্রে ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। সংস্থা জানিয়েছে, যাত্রী ও ক্রু-দের সুরক্ষাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

শুধু এয়ার ইন্ডিয়া নয়, ইরানের আকাশপথ ব্যবহার করে একাধিক আন্তর্জাতিক রুটে উড়ান চালায় ইন্ডিগো এবং স্পাইসজেটও। ফলে এই দুই বিমান সংস্থার পরিষেবাতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ফ্লাইট বাতিল হলে যাত্রীদের রি-বুকিং বা রিফান্ডের সুবিধা দেওয়া হবে।

এর মধ্যেই ইরানের পরিস্থিতির অবনতি আঁচ করে বুধবার ভারত সরকার সে দেশে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশিকা জারি করে। তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান নিজেদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায়, দেশে ফিরতে চাওয়া ভারতীয়দের সমস্যাও বাড়ছে।

লাইভ ফ্লাইট ট্র্যাকিং সাইট Flightradar24–এর তথ্য অনুযায়ী, ইন্ডিগোর ফ্লাইট 6E1808-ই ছিল ইরানের আকাশপথ ব্যবহার করা শেষ ভারতীয় উড়ান। জর্জিয়ার তিবিলিসি থেকে দিল্লিগামী ওই বিমানটি বৃহস্পতিবার ভোর ২টা ৩৫ মিনিটে ইরানের আকাশসীমা অতিক্রম করে সকাল ৭টা ৩ মিনিটে দিল্লিতে অবতরণ করে।