রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ‘ওম শান্তি ওম’ বলে ভাষণ শেষ করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ভাষণের শুরু ও শেষ তিনি করলেন সংস্কৃত মন্ত্র উচ্চারণের মাধ্যমে। শুরুতে বললেন, “ওম স্বস্তিয়াস্তু” এবং ভাষণ শেষ করলেন “ওম শান্তি শান্তি ওম” বলে।
এই পবিত্র সংস্কৃত মন্ত্র ইন্দোনেশিয়ার হিন্দু-সংখ্যাগরিষ্ঠ দ্বীপ বালি থেকে প্রচলিত, যার অর্থ— “আপনারা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত, সর্বদা নিরাপদ থাকুন।” বিশ্বব্যাপী অস্থিরতা ও অনিশ্চয়তার আবহে এই বার্তা শান্তি ও সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে।
“Om Shanti, Shanti Om,” says Indonesia’s President at the end of his UN General Assembly speech pic.twitter.com/xVNayRZtBS
— Shashank Mattoo (@MattooShashank) September 24, 2025
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাবোও সুবিয়ান্তো বলেন, “ইহুদি, মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ—সব ধর্ম এক। আমরা সবাই একটি মানব পরিবার হিসেবে বাস করি। ইন্দোনেশিয়া এই দৃষ্টিভঙ্গিকে বাস্তব রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” তাঁর এই বক্তব্য ও সংস্কৃত মন্ত্র পাঠের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনরা তাঁকে কুর্নিশ জানান।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ (৯০ শতাংশ মানুষ মুসলিম) হলেও, সেখানে বালির মতো অঞ্চলে হিন্দু সংস্কৃতির দৃঢ় প্রভাব রয়েছে। প্রাবোও সুবিয়ান্তোর এই উদ্যোগ তাই একদিকে যেমন দেশের বহুত্ববাদী ঐতিহ্যের প্রতিফলন, তেমনি বিশ্বমঞ্চে ধর্মীয় সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার প্রয়াস।