Thursday, January 8, 2026
Latestদেশ

India’s first bullet train: ‘২০২৭ সালের মধ্যে ভারতে চলবে বুলেট ট্রেন’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, ‘২০২৭ সালের মধ্যেই বুলেট ট্রেন সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে। ১৫ আগস্টের মধ্যে আংশিকভাবে দেশের প্রথম হাইস্পিড ট্রেনের চলাচল শুরু হবে।’

রেলমন্ত্রী জানিয়েছেন, ‘এই প্রকল্পে ধাপে ধাপে যাত্রী পরিষেবা চালু করা হবে। প্রথম পর্যায়ে সুরাট থেকে বিলিমোড়া পর্যন্ত বুলেট ট্রেন চলবে। দ্বিতীয় ধাপে বাপি–সুরাট অংশে ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। তৃতীয় ও চতুর্থ পর্যায়ে যথাক্রমে বাপি–আমেদাবাদ এবং থানে–আমেদাবাদ রুটে পরিষেবা চালু করা হবে। পঞ্চম পর্যায়ে মুম্বাই–আমেদাবাদ পুরো রুটে বুলেট ট্রেনের যাত্রী পরিষেবা শুরু হবে।’

রেল মন্ত্রকের এই ঘোষণাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রেল বিশেষজ্ঞরা। তাঁদের মতে, মুম্বাই–আমেদাবাদ সম্পূর্ণ রুটে কবে নাগাদ হাইস্পিড ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে, তা নিয়ে এখনও কিছুটা সংশয় রয়ে গেছে। বিশেষ করে জমি অধিগ্রহণ, নির্মাণ কাজের গতি এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ বড় প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে।

তবে সরকারি সূত্রের দাবি, সব বাধা কাটিয়ে ২০২৯ সালের আগেই মুম্বাই–আমেদাবাদ রুটে দেশের প্রথম হাইস্পিড ট্রেনের পূর্ণাঙ্গ চলাচল শুরু হবে। যদি সেই লক্ষ্য পূরণ হয়, তবে ভারতীয় রেলের ইতিহাসে এটি এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে মত বিশেষজ্ঞ মহলের।