Sunday, January 25, 2026
খেলা

মহিলাদের প্রিমিয়ার লিগে বিদেশিরা অধিনায়ক কেন? প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এ বছর থেকেই শুরু হয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ (WPL)। তবে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে বিদেশি অধিনায়ক কেন, ভারতীয়দের অধিনায়ক করা উচিত ছিল। এমনটাই জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক ক্রিকেটার অঞ্জুম চোপড়া (Anjum Chopra)।

তিনি বলেছেন, “WPL একটি ভারতীয় লিগ। ভারতেই হবে সব খেলা। আমাদের মেয়েরা ভারতের পরিবেশ, পিচ সবচেয়ে ভালো জানে, বোঝে। তাই ভারতীয় খেলোয়াড়দের অধিনায়কত্ব দেওয়ার প্রয়োজন ছিল।”

তিনি বলেছেন, “এটা আমার পছন্দ হয়নি। বেশিরভাগ দলে বিদেশী খেলোয়াড়দের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে। এটি একটি ভারতীয় লীগ। ভারতীয় খেলোয়াড়দের সক্ষমতা রয়েছে। তাই তাদের অধিনায়ক হওয়া উচিত ছিল।”

মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যথাক্রমে হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানাকে অধিনায়ক। তবে বাকিরা অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে — মেগ ল্যানিং (দিল্লি ক্যাপিটালস), বেথ মুনি (গুজরাট জায়ান্টস) এবং অ্যালিসা হিলি (উত্তরপ্রদেশ ওয়ারিয়র্জ)।

অঞ্জুম চোপড়া বলেন, “দীপ্তি শর্মাকে অধিনায়ক করা উচিত ছিল। কারণ দীপ্তি গত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন। ”

তিনি অবশ্য সম্মত হয়েছেন যে ছয়বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার কাছে ভারতের তুলনায় বেশি অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। তবে ভারতীয়দের সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি। তাঁর কথায়, “আমাদের মেয়েরা যদি সুযোগটাই না পায় তাহলে নিজেদেরকে প্রমাণ করতে কী ভাবে?”