Tuesday, November 11, 2025
Latestদেশ

জাকির নায়েককে আটক করে আমাদের হাতে তুলে দিন, বাংলাদেশকে কড়া বার্তা ভারতের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী ২৮ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এক মাসের সফরে বাংলাদেশে যাচ্ছেন কট্টরপন্থী ধর্মীয় নেতা জাকির নায়েক। এই সফরের খবর প্রকাশ্যে আসতেই তৎপর নয়াদিল্লি। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, ঢাকায় পৌঁছানোর পরই যেন জাকির নায়েককে আটক করে ভারতের হাতে তুলে দেয় বাংলাদেশ।

উল্লেখ্য, গতবছর পাকিস্তান সফরে গিয়েছিলেন ভারতে মোস্ট ওয়ান্টেড এই ধর্মীয় বক্তা জাকির নায়েক। পাকিস্তানের বিভিন্ন প্রান্তে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সন্ত্রাসবাদকে পরোক্ষভাবে উৎসাহিত করেন। এমনকি লস্কর জঙ্গি মুজাম্মেল ইকবাল হাশমি-সহ একাধিক আন্তর্জাতিক জঙ্গির সঙ্গে বৈঠক করেছিলেন।

এরপরেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু হয়। পহেলগাঁও হামলার পর দুই দেশের কূটনৈতিক দূরত্ব আরও বেড়েছে। এই পরিস্থিতিতে জাকির নায়েকের বাংলাদেশ সফরকে ঘিরে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। কূটনৈতিক মহলের মতে, তার এই সফর বাংলাদেশে মৌলবাদীকে আরও উসকে দিতে পারে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, পাকিস্তানের প্রত্যক্ষ মদতে এই সফরের পরিকল্পনা হয়েছে, যার উদ্দেশ্য হতে পারে মৌলবাদকে অস্ত্র করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করা।

ভারত সরকার ইতিমধ্যেই জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে প্ররোচিত করা, ঘৃণাত্মক ভাষণ ছড়ানো এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে একাধিক মামলা দায়ের করেছে। তিনি বর্তমানে মালয়েশিয়ায় নাগরিকত্ব নিয়েছেন।

ইতিমধ্যেই জাকির নায়েককে নিষিদ্ধ ঘোষণা করেছে ব্রিটেন এবং কানাডা। ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজেন হামলার জড়িত এক হামলাকারী জানিয়েছিল, ইউটিউবে জাকির নায়েকের ভিডিও দেখেই হামলা করতে অনুপ্রাণিত হয় সে। প্রশ্ন উঠছে মহম্মদ ইউনূস সরকার কী মৌলবাদকে সমর্থন করছে?