Tuesday, November 11, 2025
Latestদেশ

ভারত ও আমেরিকার মধ্যে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাইলফলক ছুঁল ভারত ও যুক্তরাষ্ট্র। আগামী ১০ বছর প্রতিরক্ষা খাতে ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করল দুই দেশ।

শনিবার কুয়ালালামপুরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সচিব পিট হেগসেথ-এর মধ্যে বৈঠকের পর এই চুক্তির ঘোষণা হয়। চুক্তিটি আগামী দশকে দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদান, কারিগরি সহযোগিতা ও সামরিক সমন্বয় আরও গভীর করবে বলে জানিয়েছেন হেগসেথ।

হেগসেথ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এই সমঝোতা আমাদের যৌথ সক্ষমতা বাড়াবে, আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধ ক্ষমতাকে আরও দৃঢ় করবে।”

শুল্দুক ইস্যুতে বর্তমানে দু’দেশের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে ৫০ শতাংশ শুল্ক আরোপ করার ফলে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে প্রশমিত হচ্ছে। সেই প্রেক্ষিতেই এই প্রতিরক্ষা চুক্তিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্সে লেখেন, “কৌশলগতভাবে ভারত ও যুক্তরাষ্ট্র যতটা ঘনিষ্ঠ হচ্ছে, এই চুক্তি তারই প্রতিফলন। এটি অংশীদারিত্বের এক নতুন দশকের সূচনা।”

রাজনাথ সিং আরও জানান, “আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রতিরক্ষা খাত এখন অন্যতম প্রধান স্তম্ভ। ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে একটি উন্মুক্ত, স্বচ্ছ ও নিয়মভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”

বিশ্লেষকদের মতে, এই চুক্তি দুই দেশের ইন্দো–প্যাসিফিক অঞ্চলে যৌথ প্রতিরক্ষা ও নিরাপত্তা কৌশলকে আরও শক্তিশালী করবে এবং চিনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় এক যৌথ অবস্থান গড়ে তুলতে সাহায্য করবে।

চুক্তির আওতায় আগামী দিনে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।